বর্ষার মৌসুম নতুন ও সাহসী হেয়ার কালার ট্রেন্ড নিয়ে পরীক্ষা করার জন্য একদম উপযুক্ত সময়, যা আপনার লুকে আনবে আমূল পরিবর্তন এবং বদলে যাবে আপনার ব্যক্তিত্ব। আপনিও থাকবেন প্রাণবন্ত...
বর্ষা শুধু- আবহাওয়া নয়, সৌন্দর্যের ক্ষেত্রেও আনে এক সতেজ পরিবর্তন। স্টাইলের দিক থেকে বলতে গেলে, বর্ষার ভাইবের সঙ্গে মিলিয়ে নতুন সাহসী হেয়ার কালার ফ্লন্ট করার চেয়ে ভালো কিছু হতে পারে না। গরমে দমবন্ধ ভাব দূর করে যখন বৃষ্টি নামে, তখনই সঠিক সময় মজার রং, গভীর টোন এবং উজ্জ্বল স্টাইলে পরীক্ষা করা, যা মৌসুমের মুডের সঙ্গে মানিয়ে যায়। অনেক ট্রেন্ডি হেয়ার কালার আছে যা আপনার প্রাকৃতিক সৌন্দর্যে আনে পরিবর্তন, বদলে দেয় ব্যক্তিত্ব, আর সেই সঙ্গে দেয় এক স্টেটমেন্ট লুক। সূক্ষ্ম হাইলাইট যোগ করে এই হটেস্ট হেয়ার কালার প্যালেট বর্ষার মৌসুমে মানানসই হবে সবার জন্য। ঋতুর এই পরিবর্তনে লুক রিফ্রেশ করার সেরা সুযোগ, আর এমন মৌসুম নিয়ে এসেছে এমন সব হেয়ার কালার- যা আপনার ব্যক্তিত্ব ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ দেবে। লিক্যুইড টোন থেকে ন্যাচারাল লুক; চলতি বছরের কালার প্যালেটে সবার জন্য কিছু না কিছু আছে। এই মৌসুমে মনসুন স্টাইল আপগ্রেড করতে অবশ্যই চেষ্টা করে দেখতে হবে কয়েকটি ‘হট’ হেয়ার কালার ট্রেন্ড।
১. এক্সপেনসিভ ব্রুনেট : যদি বিলাসিতার কোনো রং থাকে, তাহলে সেটি এক্সপেনসিভ ব্রুনেট। এই রং ক্লাসিক ব্রাউনকে দেয় মাল্টিডাইমেনশনাল গভীরতা। গাঢ় চকোলেট, উজ্জ্বল এসপ্রেসো আর ক্যারামেল লোলাইটসের এক অনবদ্য মিশ্রণ। কালারটি বেশ সহজ-সরল হলেও এর প্রভাব কিন্তু বিশাল। এর বিশেষত্ব হলো উচ্চ গ্লস, যত্ন এবং নিঃশর্ত চটকদার আবেদন।
২. বোল্ড কপার ও অবার্ন : এ মৌসুমে লালচে টোন আবারও জেঁকে বসছে। বোল্ড কপার, উজ্জ্বল অবার্ন আর রাশেট টোন আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। লাল রং চিরন্তন হলেও আধুনিক আর প্রতিফলিত করে শক্তি, আবেগ ও খেলাধুলার উচ্ছ্বাস- সবই মিলবে এক রঙে।
৩. হানি ব্লন্ড বালায়াজ : ব্লন্ড রঙের চেয়ে ভালো কিছু হতে পারে না। এই শেড নরম ও উষ্ণভাবে চুলে মিশে যায়, যেন সূর্যের শেষ কিরণ ত্বকে মিশছে। হানি ব্লন্ড বালায়াজ সবার জন্য মানানসই, যে কোনো স্কিন টোনে প্রাকৃতিক আবেদন আনে। এটি দেয় সহজাত উজ্জ্বলতা, যেন ফিল্টার ছাড়াই নিখুঁত আলো।
৪. মিডনাইট ব্ল্যাক ব্লু উইথ আন্ডারটোন : কালো চুল শুধু সাধারণ নয়, সাহসী। বর্তমানে নীল বা বেগুনি আভাযুক্ত ইনকি হিউস বেশ জনপ্রিয়। যা গভীর, রহস্যময় ও আলোর নিচে জীবন্ত। নীল আন্ডারটোন লুককে দেয় শীতল, মার্জিত ও সম্পূর্ণ আধুনিক আবেদন। এটি তৈরি করে এক ধরনের মুভমেন্ট ও রোমান্টিক মুড।
৫. ডেলিকেট অ্যাম্বার হেয়ার : অ্যাম্বার এবার আত্মবিশ্বাসী অথচ শান্তভাবে আত্মপ্রকাশ করছে- কপার, মাহগনি এবং উষ্ণ সোনালি রঙের নাচে। এর প্রভাব উজ্জ্বল, যেন ভিতর থেকে আলো ছড়াচ্ছে। এটি এমন রং যা প্রশংসনীয়।
৬. মোচা মুস : এটি বিশেষভাবে ব্রুনেটদের জন্য ট্রেন্ডিং। মোচা মুস গাঢ় চকোলেটের সমৃদ্ধিকে মিশিয়ে দেয় ঠান্ডা ও উষ্ণ টোনের সঙ্গে, যা একে অত্যন্ত বহুমুখী করে তোলে। যা বেশ মার্জিত, ব্যবহারযোগ্য এবং নিঃশব্দ আত্মবিশ্বাসী। লুককে আড়াল না করেও আনে পরিশীলিত আবেদন।
আরও যত ট্রেন্ডি কালার : বর্ষায় আরও যেসব হেয়ার কালার ভালো লাগবে সেগুলো হলো : গোল্ডেন বালায়াজ- বাদামি চুলে রোদ ঝলমলে আভা, চকলেট ট্রাফল- ক্লাসিক ও এলিগ্যান্ট, ডার্ক রুটসহ ব্লন্ড- উজ্জ্বল অথচ ন্যাচারাল, স্ট্রবেরি ব্লন্ড- মিষ্টি ও প্রাণবন্ত, চেস্টনাট ব্রাউন + ক্যারামেল হাইলাইট- স্টাইলিশ গ্লো, রেইনবো হেয়ার- সাহসী ও ফান লুক এবং ব্ল্যাক চেরি রেড।