মোংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে শহরের ১ নম্বর জেটি এলাকায় এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ সালাম ব্যাপারী।
বিডি প্রতিদিন/হিমেল