বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হক ওই এলাকায় গণসংযোগ করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তা, এমসি বাজার, নয়নপুর, টেংরা, শ্রীপুরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাউনি বাজারসংলগ্ন মাওলানা এহসানুল হকের প্রতিষ্ঠান মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
মাওলানা এহসানুল হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের অধিকার, ইসলামি ন্যায়ের সমাজ ও সুশাসনের জন্য কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, আমরা গাজীপুরবাসীর সেবা ও দেশের কল্যাণে কাজ করব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সহসভাপতি মাওলানা নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমীন, গাজীপুর মহানগরীর সাধারণ সম্পাদক কাজি নিজাম উদ্দিন, শ্রীপুর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা হেদায়াতুল্লাহ রাহমানি, শ্রীপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহরাব আলী মাজেদীসহ জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/কেএইচটি