ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটির ভারবোয়াচাপ বনবিহারে অনুষ্ঠিত হয়েছে ২৯তম কঠিন চীবর দানোৎসব। দায়ক দায়িকাদের উদ্যোগে শুক্রবার ও শনিবার দু’দিনব্যাপী চলে এ ধর্মীয় উৎসব।
অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বিহার পরিচালনা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি মায়াধন চাকমা। সঞ্চালনায় ছিলেন রাঙামাটি ভারবোয়াচাপ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জ্যাশন চাকমা।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মোহিনী রঞ্জন, বিহার পরিচালনা কমিটির সভাপতি চন্দ্র কুমার চাকমা, এবং কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক বক্রবাহন চাকমা।
ধর্মীয় দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও ভারবোয়াচাপ শাখা বনবিহারের অধ্যক্ষ করুণা মিত্র স্থবির। এসময় বিভিন্ন বিহার থেকে আগত ভান্তে ও ভিক্ষুগণও পূণ্যার্থীদের উদ্দেশে ধর্মদেশনা প্রদান করেন।
পরে পূণ্যার্থীরা ভান্তেদের হাতে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান ও কল্পতরু দান করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আকাশ প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনা।
বিডি প্রতিদিন/হিমেল