রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগ এলাকায় এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় ইকরা তারাবি খান (১৮) নামে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গছে।
শনিবার বিকালে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাবির মামা তছলিম উদ্দিন জানান, ইকরা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেছে। তবে ফলাফল প্রত্যাশিত না হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আজ বিকেলে সে বাথরুমে যায়। দীর্ঘ সময় পার হলেও বের না হওয়ায় দরজায় ধাক্কা দিলে সাড়া মেলে না। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহজাহানপুর থানাকে জানানো হয়েছে।
ইকরা তার পরিবারের সঙ্গে শান্তিবাগে থাকতেন। তার বাবার নাম তৌহিদুর রহমান। গ্রামের বাড়ি কুমিল্লায়।
বিডি-প্রতিদিন/আশফাক