ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে বাল্কহেডসহ ৬ হাজার ৪০০ বস্তা সার ডাকাতির ঘটনার দুইজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শুক্রবার সন্ধ্যা নরসিংদী সদর ও দিবাগত মধ্যরাতে ঢাকার গাবতলী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন ঘটনার মূল পরিকল্পনাকারী আলমগীর হোসেন (৩৬) নরসিংদী সদর উপজেলার আলোকবালীর বাসিন্দা ও বাগেরহাটের মোড়েলগঞ্জের বাসিন্দা এজাহারনামীয় প্রধান আসামী আব্দুর রহিমকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তারা চিহ্নিত ডাকাত। আলমগীরের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় ৭টি এবং আবদুর রহিমের বিরুদ্ধে মারধর ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা রয়েছে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বাল্কহেডে ডাকাতিসহ ৬ হাজার ৩৪০ বস্তা বিএডিসির ডিএপি সার ছিনিয়ে নেওয়ার ঘটনার পর থেকে নৌ পুলিশ আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেন। আলমগীর ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানতে পারে ঢাকা অঞ্চলের নৌ পুলিশের একটি দল। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর সদর উপজেলা অভিযান চালিয়ে আলগীরকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। একইদিন দিবাগত মধ্যরাতে ঢাকার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নৌ পুলিশের তৎপরতায় এবং নিরবচ্ছিন্ন অভিযানে লুণ্ঠন হওয়া প্রায় কোটি টাকার সব সার উদ্ধারসহ সার বহনকারী বাল্কহেড আটক করা হয়। এ ঘটনায় আবদুর রহিমকে প্রধানসহ তিনজনকে আসামী করে নরসিংদীর রায়পুরা থানায় একটি মামলা হয়। ওই মামলায় দুইজনকে গ্রেফতার করে নৌপুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম