লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী বলেছেন, এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি নয়। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনেই দলের বিজয় নিহিত।
শনিবার বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত পটিয়া পৌরসভার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা এলডিপির আহবায়ক গাজী আমির হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুজিবুর রহমান।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক নাদের জামান, গণতান্ত্রিক শ্রমিকদলের দক্ষিণ জেলার আহবায়ক মোহাম্মদ ছৈয়দ, ডা. রিদুয়ান আজাদ, কবির আহমদ সওদাগর, ইঞ্জি. আবদুর রশিদ, গণতান্ত্রিক ছাত্রদলের দক্ষিণ জেলার সদস্য সচিব আমিনুল হক তানিম এবং অন্যান্য নেতা-কর্মীরা।
সভা শেষে পটিয়া পৌরসভা এলডিপি, গণতান্ত্রিক যুবদল ও গণতান্ত্রিক ছাত্রদলের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
এয়াকুব আলী বলেন, আমরা সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। পটিয়া পৌরসভার এই সম্মেলন আমাদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের প্রতিফলন। লক্ষ্য হলো স্থানীয় জনগণের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন এবং তাদের পাশে থাকা। আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এলডিপির আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। আমি বিশ্বাস করি, পটিয়ার নেতাকর্মীরা দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
বিডি প্রতিদিন/হিমেল