রাজধানীর কেরানীগঞ্জে আটিবাজার এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় শিশুশিক্ষার্থী মেহজাবিন আক্তার মৌ (১২)। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহজাবিনের খালা বীথি আক্তার বলেন, মেহজাবিন বিকেলে বাসার সামনে ব্যাডমিন্টন খেলার সময় কর্ক ছাদের পাশে বৈদ্যুতিক তারে আটকে যায়। তখন সে ব্যাট দিয়ে কর্ক পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে ছাদের ওপর পড়ে থাকে। পরে সেখান থেকে বিকেলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মেহজাবিন কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজার এলাকার বাসিন্দা সৌদিপ্রবাসী মাহফুজুর রহমান রাসেলের মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল বড়।
বিডি প্রতিদিন/কেএইচটি