এভারেস্টজয়ী বাংলাদেশি বাবর আলীসহ আরও এক বাংলাদেশি তানভীর আহমেদ এবার পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মানাসলু আসলো জয় করেছেন। এই দুই পর্বতারোহীর অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ভার্টিকাল ড্রিমার্স এই তথ্য নিশ্চিত করেছে। এই নিয়ে পরপর দুইদিন তিনজন বাংলাদেশি মানাসলু পর্বত জয় করেছেন।
অতিরিক্ত অক্সিজেন সহায়তা ছাড়াই প্রথম বাংলাদেশি হিসেবে আটহাজারি শিখর স্পর্শ করেছেন বাবর আলী।
বেসক্যাম্প সূত্র অনুসারে আজ শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) ২৬,৭৮১ ফুট উচ্চতার পৃথিবীর অষ্টম শীর্ষ পর্বত মানাসলুতে এই কীর্তি গড়েছেন বাবর। এরই সাথে বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে সূচিত হয়েছে এক নতুন অধ্যায়ের। শিখরে বাবরের সাথে ছিলেন ওর দীর্ঘদিনের পর্বতসাথী বীরে তামাং।
একইদিন আরেক বাংলাদেশি তানভীর আহমেদ মানাসলু জয় করেছেন। বেসক্যাম্প সূত্রে দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) তানভীর আহমেদ স্পর্শ করেছেন মানাসলু শিখর।
নয়টা-পাঁচটা চাকরি করা, পুরোদস্তুর সংসারি, এক কন্যা সন্তানের পিতা এবং সর্বদা আড়ালে থাকা তানভীর যেন সাধারণ দশটা বাংলাদেশির প্রতিনিধি। আর প্রথম চেষ্টাতেই শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তি, অধ্যাবসায় ও একাগ্রতার বলে বলীয়ান এই তানভীর নবম বাংলাদেশি হিসেবে প্রবেশ করলেন আটহাজারি শিখর স্পর্শী ক্লাবে। মাত্র দশ মাস আগে পঞ্চম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম সামিট করা পর্বতে সফলতার মুখ দেখা তানভীরের এটাই প্রথম আটহাজারি শিখর অভিযান। তাঁর সাথে শিখরে ছিলেন ফূর্বা অংডি শেরপা।
বিডি-প্রতিদিন/বাজিত