দক্ষিণ পূর্ব ইউরোপের ভূমধ্যসাগরীয় দেশ ক্রোয়েশিয়া। দেশটির উপকূলীয় এলাকা ঘিরে গড়ে উঠেছে বেশিরভাগ পর্যটন শিল্প। তবে প্রাচীন ডুব্রোভনিক শহর এখন ইউরোপের পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় স্থান।
১৯৭৯ সালে পুরোতন এই শরহটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। ‘গেম অফ থ্রোনস’ ফ্যান্টাসি টিভি সিরিজের জন্য শহরটি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করে। ফলে ঐতিহাসিক কারণে ডুব্রোভনিক এখন ইউরোপের সবচেয়ে জনপ্রিয় শহরগুলোর একটি।
পুরোতন এই শহরটির সেরা বৈশিষ্ট্য হল এখানে প্রতিটি পদে আপনি কিছু না কিছু নতুন বিষয় উপলব্ধি করবেন। পর্যটকরা মর্নিং মার্কেট থেকে স্থানীয় হস্তশিল্প বা তাজা ফল কেনাকাটা করতে পারেন। এছাড়াও এখানকার অঞ্চলটির পিয়াজা এবং সরু সড়ক শতাব্দী ধরে পর্যটকদের আকৃষ্ট করে আসছে।
এখানকার অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে বারোক ক্যাথিড্রাল এবং ট্রেজারি। সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি এই শহর পর্যটকদের রোদ, সূর্য ,নৈশজীবন এবং আন্তর্জাতিক খাবারসহ বহু বিখ্যাত রেস্তারাঁর ব্যবস্থা রয়েছে।
এছাড়া পর্যটকদের উপভোগ করার মত বহু চমৎকার সমুদ্র সৈকত রয়েছে। যেখানে পর্যটকদের সাঁতার এবং গোসল করার সুযোগ রয়েছে। এর মধ্যে লোকরাম দ্বীপ বিশেষ করে স্থানীয় এবং পর্যটকদের জন্য সাঁতার কাঁটার একটি জনপ্রিয় স্থান।
ডুব্রোভনিক শহরে দেওয়াল থেকে পুরোনো শহরের দারুণ প্যানোরামিক দৃৃশ্য দেখা যায়। প্রত্নতাত্ত্বিকদের মতে, এই দেওয়ালগুলো অষ্টম শতকের প্রথম দিকে নির্মাণ করা হয়। বর্তমানে এগুলো ইউরোপের সবচেয়ে সংরক্ষিত মধ্যযুগীয় দেওয়ালগুলোর মধ্যে একটি। বর্তমানে ১৬টি টাওয়ার, তিনটি দুর্গ আছে। যার উচ্চতা ২৫ মিটার।
এছাড়াও পুরোনো শহরটির দুই পাশে দোকান, ক্যাফে এবং একটি প্রাসাদ রয়েছে। রাস্তার ধারের ভবনগুলো সবই ১৬৬৭ সালে একটি বড় ভূমিকম্পের পর নির্মাণ করা হয়েছিল। যা পর্যটকদের সহজেই আর্কষণ করবে।
পুরোনা স্থাপত্য আর প্রকৃতির অপরুপ সৌন্দর্যের হাতছানি পেতে প্রতি বছর চার লাখের বেশি দর্শনার্থী ঐতিহাসিক এই শহরটির স্থানীয় পাহাড়ে বেড়াতে যান। যাত্রাপথ মাত্র চার মিনিটের। রাউন্ড ট্রিপ টিকিটের দাম ২৭ ইউরো।
একবার উপরে উঠলে আপনি বেশ কয়েকটি প্ল্যাটফর্ম থেকে দৃশ্য উপভোগ করতে পারবেন। সূর্যাস্তের সময়ের আলোর দৃশ্য অবিশ্বাস্য।
গ্রীষ্মকালে এই শহর উপভোগ করার জন্য অনেক কিছু থাকলেও বিশেষত জুলাই ও আগস্ট মাসে গ্রীষ্মকালীন ছুটিতে অনুষ্ঠান ও র্যালির আয়োজন করা হয়। ডুব্রোভনিক এরকম বহু গাইড পাওয়া যায় যারা আপনাকে খুব অল্প সময়ের মধ্যে এই পুরোনো শহরের পরিদর্শন করাবে।
বিডি প্রতিদিন/কামাল