ব্রাজিলের তরুণ ফুটবলার অ্যান্টনি ইয়লানো মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। পিয়াউই এস্পোর্তে ক্লাবের হয়ে খেলা মাত্র ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলের ফুটবল অঙ্গনে।
ঘটনাটি ঘটেছে ২০ অক্টোবর মধ্যরাতে। স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে পিয়াউই রাজ্যের বিআর–৩৪৩ মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ইয়লানো। মোটরসাইকেলটি রাস্তা পার হওয়ার সময় একটি গরুর সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার পর ইয়লানোর মোটরসাইকেল ছিটকে পড়ে এবং কিছু সময় পর গরুটিও মারা যায়।
ফেডারেল হাইওয়ে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। উদ্ধারকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাঁচানো যায়নি। হেলমেট পরেছিলেন কি না তা নিশ্চিত করা যায়নি। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইয়লানো ২০২৩ সালে সিরি-সি লিগে আলতোসের হয়ে অভিষেক করেছিলেন। অনূর্ধ্ব ২০ দলে তার গোলসংখ্যা ছিল ২৮টি। আগামী মাসে পিয়াউইর হয়ে কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব ২০ এবং মর্যাদাপূর্ণ কোপা সাও পাওলো জুনিয়র টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই প্রতিভাবান ফরোয়ার্ড।
সূত্র: মিরর
বিডি-প্রতিদিন/আশফাক