আড়াই মাস কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর আবারও দৃশ্যমান হয়েছে রাঙামাটির একমাত্র ঝুলন্ত সেতুটি। তবে সেতুটি এখনো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়নি। শুক্রবার থেকে সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হতে পারে। আজ বৃহস্পতিবার রাঙামাটি পর্যটক কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা এ তথ্য জানান।
পর্যটন সূত্রে জানা গেছে, বর্তমানে সেতুর পাটাতনের প্রায় ৬ ইঞ্চি নিচে নেমেছে পানি। তাই সাধারণ মানুষ চলাচল করতে পারছে। তবে এখনো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়নি সেতুটি। দীর্ঘ দিন পানির নিচে থাকার কারণে জরাজীর্ণ হয়ে গেছে সেতুর পাটাতন। পানি কমে যাওয়ার পর সংস্কার কাজ শুরু করেছে পর্যটন কর্তৃপক্ষ।
রাঙামাটি পর্যটক কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, চলতি বছরের ১০ জুনের দিকে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায় ঝুলন্ত সেতুটি। সেসময় পর্যটকদের জন্য সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু এখন পানি কমে গেছে। তাই সেতুর রং করার কাজ চলছে। আশা করছি শুক্রবার পর্যটকদের জন্য সেতুটি খুলে দেয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুুল