অস্ট্রেলিয়া ও ভারতের পাঁচ ম্যাচের সিরিজের শুরু আর শেষ ম্যাচ একইভাবে বৃষ্টির কারণে ভেস্তে গেল। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।
ব্রিসবেনে সিরিজের পঞ্চম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল উড়ন্ত সূচনা করেন। ৪.৫ ওভারে ভারত ৫২ রানে পৌঁছানোর পর খেলা বজ্রপাত ও বৃষ্টির কারণে বন্ধ হয়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
৬ চারে ১৬ বলে ২৯ করে অপরাজিত ছিলেন গিল। আর এক ছক্কা ও এক চারে ১৩ বলে ২৩ রান করেন অভিষেক। সিরিজে মোট ১৬২ রান করে সিরিজসেরার পুরষ্কার জেতেন বিধ্বংসী এই ওপেনার। ছন্দের তুঙ্গে থাকা অভিষেক বিশ্বরেকর্ডেও নাম লেখান।
টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকে ছুঁয়েছেন অভিষেক। হাজার রান করতে তার লেগেছে ৫২৮ বল। বিশ্ব রেকর্ড গড়ে অভিষেক ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে। ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বল খেলে ৭৪ রানের ইনিংসের কল্যাণে ৫৬৯ বল টি-টোয়েন্টিতে ১০০০ রান করেন। ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ৬১১ বল করেছিলেন এক হাজার রান।
এ ছাড়া ভারতের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস খেলে এক হাজার রান করলেন অভিষেক শর্মা। ২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী বাঁ হাতি ব্যাটার। ২৭ ইনিংসে সবচেয়ে দ্রুতত এক হাজার রান করেছিলেন বিরাট কোহলি।
বিডি-প্রতিদিন/আশফাক