আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ১০০০ রান করার বিশ্বরেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টি–টোয়েন্টিতে এই রেকর্ড করেছেন ভারতের এই বাঁহাতি ওপেনার।
ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ভারত। ৪.৫ ওভার খেলা হতেই বাগড়া দিয়েছে বৃষ্টি।
তার আগে অবশ্য ঝড় বইয়ে দিয়েছেন অভিষেক শুভমান গিল। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে দুজনে যোগ করেছেন ৫২ রান। অভিষেক ১৩ বলে ২৩, গিল ১৬ বলে ২৯ রানে অপরাজিত আছেন। এই ইনিংসের সৌজন্যে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। এ জন্য তাঁর লেগেছে ৫২৮ বল।
বিশ্ব রেকর্ড গড়ে অভিষেক ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে। ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বল খেলে ৭৪ রানের ইনিংসের কল্যাণে ৫৬৯ বল টি-টোয়েন্টিতে ১০০০ রান করেন। ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ৬১১ বল করেছিলেন এক হাজার রান।
ম্যাচের দিক থেকে দেখা যায়, অভিষেক শর্মা ২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন। ভারতের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২৭ ইনিংসে সবচেয়ে দ্রুতত এক হাজার রান করেছিলেন বিরাট কোহলি।
বিডি-প্রতিদিন/আশফাক