ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতি হলেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান আরচারির কংগ্রেস ও নির্বাচন।
রাজীব উদ্দীন আহমেদ চপল বিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন।
এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ভোটে সভাপতি পদে লড়াই হয় দুই প্রার্থীর মধ্যে; বাংলাদেশের চপল ও দক্ষিণ কোরিয়ার চুং ইউ সানের।
দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান দীর্ঘদিন ধরে এশিয়ান আর্চারির সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি বিশ্বখ্যাত হুন্দাই গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে এবার তিনি উপস্থিত না থেকে অনলাইনে ভোটে অংশ নেন।
ভোট গণনায় দেখা যায়, চপল পান ২৯ ভোট, আর চুং ইউ সান পান ৯ ভোট। বিপুল ব্যবধানে জয়ের পর কংগ্রেস হলে উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে হাততালি দিয়ে বাংলাদেশের এই সংগঠককে অভিনন্দন জানান।
বিডি-প্রতিদিন/বাজিত