আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে ফেডারেশন কাপ শিরোপা জিতল বসুন্ধরা কিংস।
৭ দিন পর ফাইনালের বাকি ১৫ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ফাইনাল গড়ায় টাইব্রেকারে। আর তাতেই বাজিমাত করে করে বসুন্ধরা কিংস। ৫-৪ ব্যবধানে জিতে দলটি।
চতুর্থবারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা। জয়ের নায়ক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর ফরোয়ার্ড এমেকা ওগবুগের পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। আরো একটি পেনাল্টি সেভ করে দিয়েছিলেন বসুন্ধরার গোলরক্ষক।
ফাইনাল শটে বসুন্ধরাকে আনন্দে ভাসান ডেসিয়েল। তার শট জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই উল্লাসে মাতে বসুন্ধরা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা।
ফাইনাল গত ২২ এপ্রিলই শেষ হওয়ার কথা ছিল। তবে অকস্মাৎ কালবৈশাখীর ঝড়ে তা আর হয়নি। যদিও সেদিন নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে অতিরিক্ত সময়ের ১৫ মিনিটও হয়েছিল। তবে এরপরেই আলোকস্বল্পতায় ফাইনাল স্থগিত করতে বাধ্য হন ম্যাচ রেফারি সায়মন। ১-১ গোলে সেদিন ম্যাচ শেষ হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল