সাদা পোশাকে এনামুল হক বিজয়ের ক্যারিয়ারটা খুব বড় না। ২০১৩ সালে অভিষেক হলেও এতদিনে খেলেছেন মোটে ৫ ম্যাচ। আজ ৬ষ্ঠ ম্যাচে এসে বাংলাদেশের ওপেনিং জুটিতে খানিক স্থিতি এনে দিয়েছেন। সাদমান ইসলামের সঙ্গে এনামুল হক বিজয়ের জুটি পার করেছে দলীয় শতরান। লাঞ্চের আগে সেটা বাংলাদেশকে বেশ স্বস্তিই দিচ্ছে।
সাদমান ইসলাম পেয়েছেন ৬ষ্ঠ ফিফটি। আর দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা বিজয় অপরাজিত আছেন ৩৮ রানে। এটাই তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। এমনকি এক ম্যাচে দুই ইনিংস মিলিয়েও এর আগে কখনো ৩০ রান করতে পারেননি বিজয়। দুজনের সাবলীল ব্যাটিংয়ের সুবাদে লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের স্কোরবোর্ডে রান ১০৫।
জিম্বাবুয়ের বিপক্ষে এই নিয়ে তৃতীয়বার ওপেনিং জুটিতে শতরানের পার্টনারশিপ পেল বাংলাদেশ। এর আগে তামিম ইকবাল-ইমরুল কায়েস এবং নাফিস ইকবাল-জাভেদ ওমর বেলিমের জুটি জিম্বাবুয়ের বিপক্ষে শতরান পার করেছিল। এছাড়া ১২ ইনিংস পর উদ্বোধনী জুটিতে ফিফটি পেরিয়েছে বাংলাদেশ। ৩২ ইনিংস পর উদ্বোধনী জুটিতে এসেছে শতরান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ