এবার দর্শকের ওপর চটলেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের অলিখিত ফাইনালে আবাহনী-মোহামেডান ম্যাচে মেজাজ হারিয়ে দর্শক পেটাতে গ্যালারিতে চলে যান মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে হাত মেলান। এরপর মাহমুদউল্লাহ যখন ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন, জানা গেছে তখন মোহামেডান ড্রেসিংরুমের ওপরে থাকা গ্র্যান্ডস্ট্যান্ড (গ্যালারি) থেকে কেউ একজন তাকে কিছু বলেন। সঙ্গে সঙ্গে চটে যান মাহমুদউল্লাহ রিয়াদ। দর্শকসারির দিকে তেড়ে যান তিনি। তখনই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পড়ে ঘটনার ভিডিওতে দেখা যায়, রিয়াদকে মোহামেডানের কর্মকর্তারা দর্শকসারিতে আটকে রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এবং পরে তাকে সেখান থেকে নামিয়ে আনেন তারা।
ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে শিরোপা জয় করেছে আবাহনী লিমিটেড। ১৬ ম্যাচ শেষে ১৪ জয়ে মোট ২৮ পয়েন্ট পেয়ে শিরোপা উদযাপনে মেতেঠে মোসাদ্দেক হোসেনের আবাহনী দল। এ নিয়ে ২৪ বারের মতো তারা ডিপিএল চ্যাম্পিয়ন।
বিডি প্রতিদিন/নাজমুল