আজ রাতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিট্যালস ও কলকাতা নাইট রাইডার্স। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। শাহরুখ খানের কেকেআর শিবিরে যেন যুদ্ধের আবহ। সোশ্যাল মিডিয়ায় অজিঙ্ক রাহানের একটি পোস্টও সেই বার্তা দিচ্ছে, 'পিঠ দেওয়ালে ঠেকে গেলে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনও উপায় থাকে না।'
পয়েন্ট তালিকায় সাত নম্বরে অবস্থান কেকেআরের। অপরদিকে, দিল্লি রয়েছে চার নম্বরে। প্লে–অফে টিকে থাকতে হলে কলকাতাকে এই ম্যাচে জয়ী হতেই হবে। দিল্লি নিজেদের ঘরের মাঠে খেলছে বটে, তবে এবার ঘরের মাঠে তাদের পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল নয়। তিনটি ম্যাচের মধ্যে দুইটিতেই পরাজয় এসেছে। রাজস্থানের বিরুদ্ধে একমাত্র জয়টাও এসেছিল সুপার ওভারে।
দিল্লির ব্যাটিং নির্ভর করে লোকেশ রাহুলের উপর। যদিও প্রথম তিন ম্যাচে ১৮৫ রান করা রাহুল, পরের পাঁচ ম্যাচে করেছেন মাত্র ১৭৯ রান। বল হাতে সবচেয়ে ভরসাযোগ্য নাম কুলদীপ যাদব। তবে ধারাবাহিকতার অভাব দিল্লি দলেও চোখে পড়ার মতো।
আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে স্টেডিয়ামের পঞ্চম বা সেন্টার উইকেটে। যত খেলা এগোচ্ছে, ফিরোজ শাহ কোটলার উইকেট আরও স্লো হয়ে পড়ছে। আরসিবির বিরুদ্ধে আগের ম্যাচে দিল্লির মেন্টর কেভিন পিটারসেন বলেছিলেন, 'আমরা এমন উইকেটই চেয়েছিলাম।' তবে সেই ম্যাচেই দিল্লি মাত্র ১৬২ রান তুলেছিল, যা বিরাট কোহলির আরসিবি তুলেছিল ৯ বল বাকি থাকতে।
এই ম্যাচেও স্পিনই হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারক। কেকেআরের স্পিন জুটি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর দিকে তাকিয়ে রয়েছে দল। লো স্কোরিং ম্যাচে স্পিনাররাই আজ হতে পারেন ম্যাচের ‘গেম চেঞ্জার’।
বিডি প্রতিদিন/মুসা