ফুটবল ইতিহাসে বিরল এক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। ফেডারেশন কাপের ফাইনাল আজ গড়াবে মাত্র ১৫ মিনিটের জন্য। আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস—দুই জায়ান্ট ক্লাবের মধ্যকার এই অসমাপ্ত লড়াইয়ের নিষ্পত্তি হবে আজ।
এর আগে, গত মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডবে খেলা থেমে যায়। সঙ্গে মাঠে ফ্লাডলাইট না থাকায় ফাইনালের শেষাংশ পিছিয়ে যায় আজকের দিন পর্যন্ত। এখন বাকি আছে মাত্র এক কোয়ার্টার—১৫ মিনিট, যেখানে যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের মোড়।
বসুন্ধরা কিংস কোচ ভ্যালেরিও তিতে জানান তারা পেনাল্টির পথে যেতে চান না। তিনি বলেন, 'একজন কম থাকায় ১৫ মিনিটও আমাদের জন্য কঠিন হবে। কিন্তু আমরা চাই এর মধ্যেই ম্যাচ শেষ করতে। টাইব্রেকারে যেতে হলে তো ভাগ্যের ওপর ভরসা করতে হবে।'
একই মনোভাব আবাহনী শিবিরেও। ডিফেন্ডার ইয়াসিন খান বললেন, 'আমরা সংখ্যায় এগিয়ে থাকব। তাই ১৫ মিনিটেই গোল করে ম্যাচ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করব।'
এমন নাটকীয় সমাপ্তি দেশের ফুটবলে একেবারেই বিরল। পুরো মৌসুমের ক্লান্তি, পরিশ্রম আর পরিকল্পনার ফলাফল নির্ধারিত হবে মাত্র ১৫ মিনিটে। তাই দুই দলের ওপরেই চাপ সর্বোচ্চ পর্যায়ে। গোল না হলে শেষ আশ্রয় পেনাল্টি শ্যুটআউট, যেখানে ভাগ্যই বড় ভূমিকা রাখে।
বিডি প্রতিদিন/মুসা