বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ঘিরে মাঠে নেই উত্তাপ, গ্যালারিতে নেই উৎসাহ। চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে স্বাগতিক দলের আশানুরূপ পারফরম্যান্স সত্ত্বেও দর্শকখরা কাটেনি একটুও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা দেখার জন্য স্কুল শিক্ষার্থীদের জন্য গ্যালারি উন্মুক্ত করে দেয়। বলা হয়- শিক্ষার্থীরা ইউনিফর্ম ও স্কুল আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবে। কিন্তু তাতেও তেমন সাড়া মিলছে না। মাঠের গ্যালারি দিনের প্রথম সেশনেও প্রায় ফাঁকা।
এর আগে, সিলেট টেস্টেও দর্শকের উপস্থিতি ছিল নগণ্য। সেখানে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। তবে চট্টগ্রাম টেস্টে দৃশ্যপট কিছুটা ভিন্ন। জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে মাত্র ২২৭ রানে অলআউট করে দেয় টাইগাররা। তাইজুল ইসলাম একাই তুলে নেন ৬ উইকেট। এরপর সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় মিলে গড়ে তোলেন ১১৮ রানের উদ্বোধনী জুটি।
মাঠের পারফরম্যান্স উন্নত হলেও গ্যালারিতে সেই উজ্জ্বলতা অনুপস্থিত। এরপর বলাই বাহুল্য বাংলাদেশ দল হারিয়েছে দর্শকের আস্থা। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা ও বিনোদনের অভাব দর্শকদের দূরে ঠেলে দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে। এই টেস্ট না জিতলে সিরিজ হাতছাড়া। ফলে চট্টগ্রাম টেস্ট হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ