কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের দুই ঘণ্টা পর লিটন মিয়া (১৯) নামে এক জেলের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
লিটন মিয়া রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা সুন্দর আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য স্বপন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও দুপুরের আগে নদীতে মাছ ধরতে যান লিটন। জাল টানার একপর্যায়ে হঠাৎ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজির পর দুই ঘণ্টা পর নদী থেকেই তার লাশ উদ্ধার করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম জানান, অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরে পরিবারিকভাবে তাকে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম