স্পেন ও পর্তুগালে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কারণে নেমে এসেছে চরম দুর্ভোগ। রবিবার (২৮ এপ্রিল) থেকে শুরু হওয়া এই বিদ্যুৎ বিপর্যয়ে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। বন্ধ হয়ে গেছে বিমান চলাচল, গণপরিবহন, এমনকি হাসপাতালগুলোতেও জরুরি ছাড়া সব ধরনের অপারেশন স্থগিত রাখা হয়েছে।
এই সংকটের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বুধবার (৩০ এপ্রিল) রাতে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের আজ (২৯ এপ্রিল) বিকেলে বার্সেলোনায় পৌঁছানোর কথা থাকলেও স্পেনের বর্তমান পরিস্থিতিতে সেটা অনিশ্চিত। দেশটির বিভিন্ন অঞ্চলে এখনও বিদ্যুৎ স্বাভাবিকভাবে ফেরেনি। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ রাতের মধ্যেই যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে ম্যাচটি স্থগিত বা বাতিল হতে পারে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্রীড়াজগতের আরও একটি বড় আসরে দেখা দিয়েছে সমস্যা। মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির খেলাও দ্বিতীয় সেটে থেমে যায়। দিমিত্রভ তখন ৬-৪, ৫-৪ গেমে এগিয়ে ছিলেন। পরে দিনের বাকি ম্যাচগুলোও বাতিল করা হয়।
গত রাত থেকে বার্সেলোনা ও মাদ্রিদের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
চ্যাম্পিয়ন্স লিগের মতো বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে অবকাঠামোগত স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। এখন দেখার বিষয়—চ্যাম্পিয়ন্স লিগের এই হাইভোল্টেজ ম্যাচ সময়মতো মাঠে গড়ায়, নাকি বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থগিত হয়ে যায় বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার লড়াই।
বিডি প্রতিদিন/মুসা