চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা দুর্দান্ত হলেও শেষ সেশনের ব্যাটিং বিপর্যয়ে লিড পেয়েও অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে থামিয়ে দারুণ সূচনা করে টাইগাররা। এরপর ব্যাট হাতে এনামুল হক বিজয় ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে আসে ১১৮ রান। সাদমান তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। লিডও নেয় স্বাগতিকরা। কিন্তু দিনের শেষ ভাগে মাত্র ৩২ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচে নিজেদের আধিপত্যটাই কিছুটা হারিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় দিন চা-বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ২০৫ রান। সেসময় বড় লিডের স্বপ্নে বিভোর ছিল দল। কিন্তু শেষ সেশনে ব্যাটিং বিপর্যয় সব হিসেব-নিকেশ ওলট-পালট করে দেয়। দিন শেষে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৯১ রান, লিড ৬৪ রানের। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ (১৬) ও তাইজুল ইসলাম (৫)।
সাদমান ইসলাম ২০২১ সালের পর প্রথমবার টেস্টে সেঞ্চুরি তুলে নেন। তার ১২০ রানের ইনিংসে ছিল ১৬টি চারের সঙ্গে ১টি ছক্কা। আর তার ওপেনিং সঙ্গী এনামুল হক বিজয় খেলেছেন ক্যারিয়ারসেরা ৩৯ রানের ইনিংস, যা এসেছে ৮০ বল থেকে। বিজয় এর আগে টেস্টে সর্বোচ্চ ২৩ রান করেছিলেন ২০২২ সালে।
বিজয় আউট হওয়ার পর সাদমানের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন মুমিনুল হক। তিনি করেন ৬৪ বলে ৩৩ রান। ওয়েলিংটন মাসাকাদজার বলে বেন কারানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মুমিনুল।
এর আগে দিনের শুরুতেই শেষ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৬০ রানে ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন বাঁহাতি এই স্পিনার।
বিডি প্রতিদিন/মুসা