যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৬৯৭ কোটি ৮৯ লাখ টাকা। এ ছাড়া ইতঃপূর্বে ক্রয় কমিটিতে অনুমোদিত চারটি ক্রয় প্রস্তাবের মূল্য সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়েছে ৭৯ কোটি ১০ লাখ টাকা। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে জানানো হয়, এপ্রিলের জন্য স্পট মার্কেট থেকে দুই কার্গো (চলতি বছরের ১৫ ও ১৬তম) এলএনজি আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫তম কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড। ট্যাক্স ও ভ্যাটসহ এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৬৭৫ কোটি ২৮ লাখ ৫৮ হাজার টাকা। দ্বিতীয় (১৬তম) কার্গোটি সরবরাহ করবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড। ট্যাক্স ও ভ্যাটসহ এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৬৯১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার টাকা। এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১০-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতী সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি টাকায় এতে ব্যয় হবে ২৫৯ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকা।
বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরব ও রাশিয়া থেকে সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩০৬ কোটি ২২ লাখ টাকা। অপর প্রস্তাবে রাশিয়ার জেএসসি ফরেন ট্রেড ইকোনমিক করপোরেশন (প্রুডিনটর্গ) থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে।
বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১১২ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা। বৈঠকে মুন্সিগঞ্জে বাস্তবায়নাধীন বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক (২য় সংশোধিত) প্রকেল্পের পূর্ত পাকেজ-৫-এর (লট-১ ও লট-৩) আওতায় ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩৭ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকা। আরবান বিল্ডিং সেইফটি প্রজেক্টের আওতায় রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০ তলা বিশিষ্ট প্রধান কার্যালয় ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগের কাজে ব্যয় হবে ৫১৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার টাকা।