চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন ভাতা চালু ও নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।
রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতারের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আবাসিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীদের মাত্র ১৮ শতাংশের জন্য আবাসন সুবিধা রয়েছে। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে অস্বাস্থ্যকর, ব্যয়বহুল এবং নিরাপত্তাহীন পরিবেশে দিন কাটাতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেখানে পাঁচটি দাবি তুলে ধরা হয়েছে। এগুলো হলো, শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসনের নিশ্চয়তা দিতে দীর্ঘমেয়াদী নতুন হল নির্মাণ, স্বল্পমেয়াদে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালু, পুরনো হলগুলোর সংস্কার ও ধারণক্ষমতা বৃদ্ধি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতার দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তা পর্যালোচনা করার আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন