ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রবিবার (১৮মে) থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
ইতিমধ্যে নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ওসি বলেন, তাকে গ্রেফতার দেখাবে কি না, দেখালেও কোন মামলায় দেখাবে, এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি হয়।
বিডি প্রতিদিন/হিমেল