রুদ্ধশ্বাস ও উত্তেজনাপূর্ণ এক ফাইনালে টাইব্রেকারে হেরে যুব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা হারিয়েছে বাংলাদেশ। ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় ভারত।
ম্যাচের শুরুতে মাত্র ২ মিনিটে ভারতীয় অধিনায়ক সিঙ্গামায়ুম শামি একটি দুর্দান্ত ফ্রি কিকে বাংলাদেশকে চমকে দেন। তবে গোলের পরেও বাংলাদেশ সাহসী লড়াই চালিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে সমতা ফেরায়। ৬০ মিনিটে বদলি খেলোয়াড় জয় আহমেদ একটি কর্নার কিকে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান।
খেলার পুরো সময় জুড়ে গোলরক্ষক ইসমাইল হোসেনের দৃঢ়তা বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক সেভ করতে থাকে, বিশেষ করে ১৬ মিনিটে এক অবিশ্বাস্য সেভ করে বাংলাদেশের সমর্থকদের হৃদয় জয় করেন। যোগ করা সময়ের শেষ মুহূর্তে মিঠু তার সাঙ্গে গোল বাঁচিয়ে বাংলাদেশকে বড় বিপদ থেকে রক্ষা করেন।
টাইব্রেকারে ইসমাইল হোসেন ভারতীয় ফরোয়ার্ড রোহেন সিংয়ের শট আটকিয়ে বাংলাদেশকে শিরোপার কাছে নিয়ে আসেন। কিন্তু টাইব্রেকারে নাজমুল হুদা এবং সালাহ উদ্দিন শাহেদের ব্যর্থ শট বাংলাদেশের স্বপ্নে জল ঢেলে দেয়। ভারতের গোলরক্ষক সুরজ শাহেদর শট সেভ করে এবং ভারতের অধিনায়ক শামি শেষ শট নিয়ে পুরো স্টেডিয়ামকে আনন্দে ভাসান।
এতে ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে জয়ী হয়ে ভারত চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ শিরোপা হাতছাড়া করে হতাশায় বিদায় নেয়।
বিডি প্রতিদিন/মুসা