বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ মডেল আলিম মাদরাসার মাঠে অবৈধভাবে গরু-ছাগলের হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। এতে মাদরাসার শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। মাঠে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। সরকারি ইজারা ছাড়াই হাটের কার্যক্রম চলায় সরকার হারাচ্ছে রাজস্ব। একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে প্রায় তিন যুগ ধরে অবৈধভাবে এখানে হাট বসছে বলে জানা গেছে।
জানা যায়, মাদরাসা মাঠে সপ্তাহে দুই দিন বসে গরু-ছাগলের হাট। সকাল ১০টায় শুরু হয়ে বেচাকেনা চলে রাত পর্যন্ত। পশুর হাটের পরের দিন অপরিচ্ছন্ন থাকে মাঠ। শিক্ষার্থীরা মাঠে নামতে পারে না। এ ছাড়া প্রতিদিনই মাঠে পসরা বসে নানান পণ্যের। এতে পাঠে মনোযোগ হারায় শিক্ষার্থীরা। সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক জানান, সৈয়দ আহমেদ মডেল আলিম মাদরাসার মাঠে অবৈধভাবে গরু-ছাগলের হাট বসানোর বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন থেকে হাট সরানোর উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া হাটটি যেন সরকারিভাবে ইজারা দেওয়া যায় সে বিষয়েও কাজ চলছে। মাদরাসার অধ্যক্ষ আবদুল মোমিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।