মিয়ানমারে ইউরিয়া সার পাচারকালে কক্সবাজারের উখিয়ায় দুই নারী কারবারিকে আটক করা হয়েছে। গতকাল ঘুমধুম বিওপির একটি টহল টিমের অভিযানে সীমান্তের টিভি টাওয়ার এলাকা থেকে ১৭ বস্তা সারসহ তাদের আটক করে কক্সবাজার-৩৪ বিজিবি। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) জানান, আটক জান্নাত আরা (২৫) তুমব্রু সীমান্তের নুর আহমেদের মেয়ে ও রোমানা আকতার (২৪) একই এলাকার আবদুল গফুরের মেয়ে।