যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় পর্যটন শহর পাম স্প্রিংসে এক বিস্ফোরণের ঘটনা শহরজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে নর্থ ইন্ডিয়ান ক্যানিয়ন ড্রাইভ এবং ইস্ট তাচেভা ড্রাইভ এলাকার কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার পর ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) এর তদন্তকারীরা ঘটনাস্থলে যাচ্ছেন। সংস্থাটির মুখপাত্র নিকোল লোজানো জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখতে বিশেষ দল মাঠে কাজ শুরু করেছে।
ঘটনার সময় কাছের একটি ক্যানাবিস ডিসপেনসারিতে ছিলেন নিমা তাবরিজি (৩৭) নামের একজন। তিনি বলেন,'হঠাৎ ভবনটা কেঁপে উঠল। আমরা বাইরে এসে দেখি বড় ধোঁয়ার মেঘ। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই কিছু অস্বাভাবিক দৃশ্য।'
শহর কর্তৃপক্ষ স্থানীয়দের নর্থ ইন্ডিয়ান ক্যানিয়ন ড্রাইভ ও ইস্ট তাচেভা ড্রাইভ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। ঘটনাস্থলে তৎপর রয়েছে উদ্ধার ও নিরাপত্তা বাহিনী।
পাম স্প্রিংস ক্যালিফোর্নিয়ার মরু অঞ্চলের একটি অভিজাত শহর। এটি বহু তারকা ও পর্যটকের গন্তব্য হিসেবেও পরিচিত। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত এই শহর এখন এক অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা