অধিনায়ক লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে গুজরাট টাইটানসকে ১৯৯ রানের টার্গেট দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আজ রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে রাহুল একাই দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যান। ৬৫ বলে ১১২ রান (১৪ চার ও ৪ ছক্কা) করার পর দলের পক্ষে তার অবদান ছিল অপরিসীম।
রাহুলের সঙ্গে ইনিংসের শুরু করেন ফাফ ডু প্লেসি, কিন্তু তিনি মাত্র ৫ রান করে আউট হন। এরপর রাহুল এবং অভিষেক পোরেল মিলে দ্বিতীয় উইকেটে ৯০ রানের বড় জুটি গড়েন। পোরেল ১৯ বলে ৩০ রান করে আউট হন। তৃতীয় উইকেটে রাহুলের সঙ্গে ৪৫ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন অক্ষর প্যাটেল, যিনি ১৬ বলে ২৫ রান করেন। শেষ পর্যন্ত রাহুল ও ত্রিস্টান স্টাবসের ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলটি ১৯৯ রান করতে সক্ষম হয়।
গুজরাটের হয়ে আরশাদ খান, প্রসিধ কৃষ্ণা ও সাই কিশোর একটি করে উইকেট শিকার করেছেন।
এখন, মুস্তাফিজুর রহমান ও দিল্লির বোলিং আক্রমণের সামনে গুজরাট টাইটানসকে ২০০ রান সংগ্রহ করার কঠিন চ্যালেঞ্জ নিতে হবে।
বিডি প্রতিদিন/মুসা