জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, যত দিন যাচ্ছে সংকট ঘনীভূত হচ্ছে। মানুষের দাবিদাওয়া বাড়ছে। সংকটের একমাত্র সমাধান অন্তর্বর্তী সরকার প্রধানের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। ড. ফরহাদ আরও বলেন, অনির্বাচিত সরকারের কাজ করিডর দেওয়া নয়। মানুষ এত সংস্কার চায় না। তারা চায় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন। তিনি বলেন, দেশের মানুষ কেন সেন্টমার্টিনে যেতে পারবে না, এ নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিচ্ছে।
মানুষ দেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছে। তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য জুলাইয়ে নির্বাচনি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে জনগণ রাস্তায় নামবে। অনির্বাচিত সরকারের বেশিদিন ক্ষমতায় থাকা মঙ্গলজনক নয়। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।