মালদ্বীপে বিড়ি, সিগারেট বা অন্য কোনো অবৈধ দ্রব্য সঙ্গে না নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশিদের বিশেষভাবে সতর্ক করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। গতকাল মালের বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, মালদ্বীপে বিড়ি, সিগারেট বা অন্য ধূমপান জাতীয় দ্রব্যের ওপর বিধিনিষেধ রয়েছে। দেশটিতে আসার সময় এসব অবৈধ দ্রব্য সঙ্গে না আনার জন্য বিশেষভাবে সতর্ক করা হলো। এটি মেনে না চললে জল বা বড় অঙ্কের জরিমানা করা হবে। সবাইকে এ বিষয়ে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে।