গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝাড়ে বটগাছ ভেঙে পড়ে চায়ের দোকানে। এতে দোকানে থাকা শাপলা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার রাতে পীরপল বাজারে এই ঘটনা ঘটে। শাপলা পীরপল গ্রামের বাসিন্দা চা দোকানি খোকা মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এ সময় প্রচণ্ড বাতাস ও বজ্রবৃষ্টি শুরু হয়। একপর্যায়ে দোকানের ওপরে থাকা একটি বটগাছ ভেঙে পড়ে।