বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান আরও কিছুটা কমেছে। গতকাল আন্তব্যাংকে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২২.৭৮ টাকায়, যা আগের দিন ছিল ১২২.৬০ টাকা। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। গত ১৪ মে বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হারের ঘোষণা দেয়। সে সময় প্রতি ডলারের হার ছিল ১২২ টাকা। বর্তমানে অধিকাংশ ব্যাংক আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করছে ১২২.৭০ টাকায় এবং রপ্তানিকারক ও মানি এক্সচেঞ্জ হাউসগুলোর কাছ থেকে ডলার কিনছে ১২২.৩০ থেকে ১২২.৫০ টাকার মধ্যে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, উচ্চ রেমিট্যান্স ও রপ্তানি আয়ের কারণে এখন বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার মনিটর করছে। তিনি আরও জানান, বাজার স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে কঠোরভাবে হুঁশিয়ার করেছে, যাতে কেউ মুদ্রাবাজারে কারসাজি করতে না পারে।
বাংলাদেশ ব্যাংক বাজারচালিত বিনিময় হারের অংশ হিসেবে আগের নির্দেশনা বাতিল করে ডলার কেনা ও বিক্রির হারে ১ টাকার ব্যবধানের (স্প্রেড) বিধিনিষেধ তুলে নেয়। একই সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বরে জারি সার্কুলার পুনর্বহাল করে, যাতে ব্যাংকগুলো আন্তব্যাংক ও গ্রাহক লেনদেনের ক্ষেত্রে ডলারের বিনিময় হার স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে। এ পদক্ষেপের মাধ্যমে চাহিদা ও সরবরাহ নির্ভর বিনিময় হার ব্যবস্থায় ফেরত যাওয়া নিশ্চিত হয়। একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য কর্তৃপক্ষ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছে। তিনি আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে ডলারের প্রবাহ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।