সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে বিশেষ অবদান রেখেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, যিনি বল হাতে এক অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন।
৪ ওভারের কোটা পূরণ করে মাত্র ১৭ রান খরচে ২ উইকেট নিয়েছেন তিনি। তবে, তার মূল কৃতিত্ব ছিল ডট বল করার ক্ষেত্রে, যেখানে তিনি দুই ডেথ ওভারে ৭টি ডট বল দিয়েছেন।
এই পারফরম্যান্সের মধ্য দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন বিশ্বরেকর্ড গড়লেন মুস্তাফিজ। ডেথ ওভারে ৩০০টি ডট বল দেওয়া প্রথম বোলার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। এর আগেও এই তালিকায় প্রথম ছিলেন তিনি, তবে এবার তিনি নতুন মাইলফলক পার করলেন।
এতদিন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০টি ডট বলের রেকর্ডও কোনো বোলারের ছিল না। মুস্তাফিজের পরবর্তীতে সেরা রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ক্রিস জর্ডানের, যিনি ২৪১টি ডট বল করেছিলেন। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের টিম সাউদি (২৪০) এবং চতুর্থ স্থানে পাকিস্তানের হারিস রউফ (২২২) রয়েছেন।
রানের দিক থেকে, মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ডেথ ওভারে সবচেয়ে কম রান দিয়েছেন বোলারদের মধ্যে তৃতীয়। ৮৭ ইনিংসে ৭২৫ বল করে তিনি ৯৯০ রান দিয়েছেন। অন্যদিকে, ক্রিস জর্ডান ও হারিস রউফ যথাক্রমে ৫৬৩ এবং ৭৮২ রান দিয়েছেন কম বল খরচে।
উইকেটের দিক থেকেও মুস্তাফিজ বেশ শক্ত অবস্থানে রয়েছেন। ১১০ ইনিংসে ৬৫ উইকেট নিয়েছেন টিম সাউদি, কিন্তু মোস্তাফিজ ১৩ ইনিংস কম খেলেই ৬৩ উইকেট নিয়ে তার কাছাকাছি অবস্থানে আছেন।
বিডি প্রতিদিন/মুসা