গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক রাতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার রাতে এ হামলা চালানো হয়। সূত্র : রয়টার্স, আলজাজিরা
খবরে বলা হয়, গাজা উপত্যকায় গতকাল দিনেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ১২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অনেক শিশুও রয়েছে। ভোর থেকে ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজা, উত্তর গাজা এবং গাজার মধ্যাঞ্চলীয় এলাকায় এ নিহতের ঘটনা ঘটে। এদিকে শনিবার থেকে কাতারের দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ইসরায়েলি হামলায় নতুন করে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটল।
প্রাপ্ত খবর অনুযায়ী, গাজা উপত্যকায় সম্প্রতি সামরিক অভিযান বিস্তৃত করেছে ইসরায়েল। বোমা হামলাও জোরদার করেছে তারা। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এক খবরে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য তৈরি এক আশ্রয়শিবিরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা কর্মীরা বলেছেন, এ হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু আছে। হামলায় বহু মানুষ আহত হয়েছেন। আশ্রয় শিবিরের কয়েকটি তাঁবু আগুনে পুড়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দেকরান বলেন, রাতভর হামলায় নিহতদের মধ্যে আমরা অন্তত ১০০-এর বেশি মানুষকে কবর দিয়েছি।