ধুনট উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে অনশনে বসেছেন এক তরুণী। গতকাল সকাল ৯টা থেকে অনশনে বসেন তিনি। প্রেমিক রাজু (৩০) উপজেলার সুলতানহাটা গ্রামের মোজাহার আলীর ছেলে। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। এদিকে অনশনে বসার পর বাড়ি থেকে রাজুর বাবা ও মাসহ পরিবারের লোকজন পালিয়ে যান। এর আগে ওই তরুণী প্রেমিক রাজু ও তার বাবা-মাসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ওই তরুণী রাজুর বাড়ি যান। পরে স্থানীয়দের মাধ্যমে বিয়ের আশ্বাসে বিষয়টি মীমাংসা হয়। হঠাৎ তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হলে তরুণী রাজুর বাড়িতে অনশনে বসেন।