দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান আবারও নিজের ব্যাটিং দক্ষতা প্রমাণ করলেন। একসময় লাল-সবুজের জার্সিতে মারকুটে ব্যাটিংয়ের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মন জয় করা সাব্বির, ইংল্যান্ডের মাটিতে একটি দারুণ ইনিংস খেলেছেন, যা তাকে আবার আলোচনায় নিয়ে এসেছে।
বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করা সাব্বির রহমান, টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানের ম্যাচে উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। মাত্র ৯৬ বলে এই রানের ইনিংসটি খেলেন সাব্বির। এতে তার দল উক্সব্রিজ ১৩১ রানের বড় জয় পায়। সাব্বিরের এই ইনিংসে ছিল ৯টি ছক্কা।
এছাড়া, তার দল উক্সব্রিজের হয়ে আরেক ব্যাটসম্যান আমান কাদ্রি ১৩৪ রানের ঝলক দেখান। তাদের ব্যাটিং তাণ্ডবে উক্সব্রিজ স্কোরবোর্ডে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
শুধু ব্যাট হাতে নয়, বল হাতে সাব্বির ৪ ওভার করে তবে উইকেটশূন্য ছিলেন, খরচ করেছেন ২৭ রান।
এই দুর্দান্ত পারফরম্যান্সের স্কোরকার্ড নিজের ফেসবুক পেইজে শেয়ার করে সাব্বির রহমান লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন।'
বিডি প্রতিদিন/মুসা