জন্ম নিবন্ধন সনদসহ নাগরিক সেবা পেতে হলে দেখাতে হবে হোল্ডিং ট্যাক্স পরিশোধের কাগজ। রংপুর সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ নগরবাসী রসিকের বিভিন্ন দপ্তরে তালা লাগিয়ে প্রতিবাদ করেছেন।
রবিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা তালাবদ্ধ অবস্থায় থাকার পরে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধান হয়। এসময় সকল প্রকার নাগরিক সেবা বন্ধ ছিল।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, সিটি করপোরেশনের পর্ষদ ভেঙে দেওয়ার পর প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসক নিয়োগের পর থেকে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের। এতে নাগরিক সেবা মারাত্মক ব্যাহত হচ্ছিল। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, টিকা দেওয়াসহ বিভিন্ন সেবা পেতে নাগরিকদের ভোগান্তি পোহাতে হয়। এই অবস্থায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় নাগরিক সেবা পেতে হলে তাকে হোল্ডিং টেক্স পরিশোধের কাগজ দেখাতে হবে।
এ নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে রবিবার বিকেলে নগরবাসীরা সিটি করপোরেশনে তালা লাগিয়ে বিক্ষোভ করে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে তালা খুলে দিয়ে নাগরিক সেবা শুরু করা হয়।
সাবেক এক কাউন্সিলর ক্ষোভ প্রকাশ করে জানান, এমনিতেই নগরবাসী ঠিকমতো নাগরিক সেবা পাচ্ছেন না। তার পরে জন্ম নিবন্ধন সনদসহ অন্য কোনো সেবা নিতে গেলে তাকে হোল্ডিং ট্যাক্স পরিশোধের কাগজ দেখাতে হবে। এটা কোন ধরনের নিয়ম!
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, একটি মহল সিটি করপোরেশনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছিল। সেটি হতে দেওয়া হয়নি।
হোল্ডিং ট্যাক্স পরিশোধ সম্পর্কে তিনি বলেন, প্রতিটি নাগরিকের দায়িত্ব ট্যাক্স পরিশোধ করা। কিন্তু অনেকেই তা করছেন না। দুই-একটি সেবার ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্সের কাগজ চাওয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই