ক্রিকেট ইতিহাসের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসনের নামে নামকরণ হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। দুই দেশের টেস্ট লড়াইকে আরও ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ করে তুলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ উদ্যোগ নিয়েছে। নতুন নামটি হতে পারে ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’।
২০০৭ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত এই সিরিজ পরিচিত ছিল 'পাতৌদি ট্রফি' নামে, যা নামকরণ করা হয়েছিল ভারতের কিংবদন্তি ক্রিকেটার ইফতিখার আলী খান পাতৌদি ও মনসুর আলী খান পাতৌদির নামে। তবে এবার আধুনিক যুগের দুই সেরা ক্রিকেটারকে সম্মান জানাতেই ট্রফির নাম বদলের প্রস্তাব দিয়েছে ইসিবি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্র জানিয়েছে, এ প্রস্তাবে তাদের আপত্তি নেই। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, 'দুই দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের নামেই ট্রফির নামকরণ করা হচ্ছে।'
টেস্ট ক্রিকেটে শচীন টেন্ডুলকার খেলেছেন রেকর্ড ২০০টি ম্যাচ, রান করেছেন সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ এবং সেঞ্চুরি করেছেন ৫১টি। অন্যদিকে জেমস অ্যান্ডারসন খেলেছেন ১৮৮টি টেস্ট, উইকেট নিয়েছেন ৭০৪টি।
টেস্টে এই দুই তারকার দ্বৈরথও ছিল স্মরণীয়। অ্যান্ডারসন টেন্ডুলকারকে আউট করেছেন ৯ বার। দুজনই নিজ নিজ দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন। টেন্ডুলকার পেয়েছেন 'ভারতরত্ন' (২০১৪) এবং অ্যান্ডারসন 'নাইটহুড' উপাধি।
বিডি প্রতিদিন/মুসা