রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শ্যামলপল্লি বস্তিতে আজ (রবিবার) সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা