রাজশাহীর পুঠিয়ায় তিন বছর আগে হওয়া এক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযুক্ত উত্তম কুমার সরকার (৩৭) আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেছেন রাজশাহী জেলা ও মহানগর পিবিআইর পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম। উত্তম পূর্ব ধোপাপাড়া গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে।
মনিরুল ইসলাম জানান, ২০২১ সালের ১৩ জুলাই পুঠিয়ার পূর্ব ধোপাপাড়া কারিগরপাড়া মাঠে হত্যা করা হয় আতেকা বেগম (৫০) নামের এক নারীকে। পরদিন পুঠিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছেলে আতিকুর রহমান। আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। দীর্ঘ তদন্তের পর পিবিআইর একটি দল অভিযান চালিয়ে গত ১৩ মে পুঠিয়ার মোল্লাপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে অভিযুক্ত উত্তম কুমারকে গ্রেপ্তার করে। পরদিন ১৪ মে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ডে উত্তম স্বীকার করেন, তুচ্ছ ঘটনায় বিরোধের জেরে তিনি আতেকা খাতুনকে হত্যার পরিকল্পনা করেন।
হত্যার দিন মাঠে ছাগল চরাতে গেলে আতেকাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে ও পরে হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি।
পুলিশ সুপার জানান, দীর্ঘ অনুসন্ধানের পর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে পিবিআই। আসামিকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।