নেত্রকোনার দুর্গাপুর সুসং সরকারি মহাবিদ্যালয়ে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
আজ রবিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল করে কলেজ মাঠ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এ সময় প্রতিবাদী নানা স্লোগানে ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। এ সময় কলেজের শিক্ষকসহ প্রশাসনিক কর্মকর্তাদের পাওয়া যায়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত বছর সেশন ভর্তি ফি ১১শ টাকা নেয়া হলেও এ বছর অতিরিক্ত বিভিন্ন ফি যোগ করে সেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৯শ ৫০ টাকা। অথচ পার্শ্ববর্তী বেসরকারি মহিলা কলেজে নেয়া হচ্ছে এক হাজার টাকা। যেটি সরকারী কলেজে আরও কম থাকার কথা। তাই অন্যান্য কলেজের সাথে সমন্বয় করে ভর্তি ফি নির্ধারণের দাবি ওই বিক্ষোভকারী শিক্ষার্থীদের। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে ইউএনওর অনুপস্থিতিতে ভূমি সহকারীর (এসিল্যান্ড) হাতে স্মারকলিপি দ। তবে এ ব্যাপারে জানতে কলেজ কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
মুঠোফোনে বিকাল ৫ টা ২৮ মিনিটের সময় কলেজের অধ্যক্ষ মো. রেদওয়ান রহমানের কাছে বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি পরে ফোন করে জানাবেন বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অফিস খরচের কারণে অতিরিক্ত ফি নেয়া হয়। তবে তিনি গভর্নিং বডি ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বসে বিষয়টি সুরাহা করবেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ