ঐশ্বরিয়ার সঙ্গে কেন আরাধ্যা
মায়ের সঙ্গ ছাড়া এক মুহূর্ত চলে না ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা বচ্চনের। বিভিন্ন অনুষ্ঠানে মেয়েকে সঙ্গে নিয়ে যান সাবেক বিশ্বসুন্দরী। এমনকি ২০২৩ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবেও আরাধ্যাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন তিনি। এর পেছনে নাকি রয়েছে বিশেষ একটি কারণ। কান চলচ্চিত্র উৎসবে আরাধ্যার অভিজ্ঞতা কেমন? এই প্রশ্ন করতেই তিনি বলেছিলেন, এই প্রশ্নের উত্তরটা ওরই (আরাধ্যা) দেওয়া উচিত নয়? আমার মনে হয়, একটা সময়ে ও ঠিক এই প্রশ্নের উত্তর দিতে পারবে ঐশ্বরিয়া এ-ও জানান, তাঁর কন্যা নাকি সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। পরিবার ও পরিজন একসঙ্গে থাকা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া। তাই প্রতি বছর তাঁর সাজ নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে। ২০১৭ সাল থেকে অভিনেত্রীর সঙ্গে যাওয়া শুরু করে আরাধ্যাও। ঐশ্বর্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কান চলচ্চিত্র উৎসবে গিয়ে নাকি আরাধ্যা খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে। বিদেশের মাটিতে এমন অচেনা পরিবেশে কোনো অসুবিধাই হয়নি তার কখনো। বিভিন্ন মানুষের সমাগম, নানা রকমের সাজ, ঔজ্জ্বল্য এবং গোটা পরিবেশই নাকি আরাধ্যা খুব পছন্দ করে।
সুখবর দিলেন টম ক্রুজ
বিশ্বখ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজ এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক ও ‘বিটিএস’ ব্যান্ডের সদস্য কিম সোক জিনকে এবার দেখা যাবে একসঙ্গে। কিছুদিন ধরেই এই গুঞ্জন চলছিল। আর এবার কানের মঞ্চে টম ক্রুজ নিজেই এ বিষয়ে কথা বললেন। মূলত অভিনেতার বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইম্পসিবল’-এর অষ্টম কিস্তি কেন্দ্র করেই এ জল্পনার শুরু হয়। জানা যায়, বিটিএস তারকা জিনের উপস্থাপনায় নির্মিত ভ্যারাইটি অনুষ্ঠান ‘রান সোক জিন’-এ অংশ নিতে যাচ্ছেন টম ক্রুজ। নতুন সিনেমা ‘মিশন ইম্পসিবল : দ্য ফাইনাল রেকনিং’-এর প্রচারের অংশ হিসেবেই তিনি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ নিয়ে কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। সম্প্রতি কানের মঞ্চে টম ক্রুজ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানটির প্রসঙ্গে তিনি বলেন, হ্যাঁ, এটা একদম সত্যি। জিন খুব মেধাবী, সেই সঙ্গে পরিশ্রমী। তার শো দারুণ।