লালমনিরহাট সদর হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক কুড়িগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ মাছের ৯০ গ্রাম ওজনের টুকরার বিপরীতে ৩০ থেকে ৫০ গ্রাম সরবরাহসহ ওষুধপত্রে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া যায়। এ সময় ডা. আবদুল মোকাদ্দেম, ডা. সামিরা উপস্থিত ছিলেন।