ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ গতকাল দুপুরে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় তাঁর মেয়ের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য সেখানে অবস্থান করছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এদিকে তাঁর মৃত্যুতে ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সদস্যসহ কর্মকর্তারা গভীর শোক জানিয়েছেন। এক শোকবার্তায় অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, অধ্যাপক কাজী শহীদুল্লাহ একজন প্রথিতযশা ইতিহাসবিদ, দক্ষ প্রশাসক ও সংগঠক ছিলেন। ক্লিন ইমেজের কারণে দলমত নির্বিশেষে সবার কাছে তিনি গ্রহণযোগ্য ছিলেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক ও অভিভাবক হারালো। এ গবেষকের মৃত্যুতে দেশ, জাতি, শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, ড. কাজী শহীদুল্লাহ ২০২৪ সালের ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।