ভারতীয় কংগ্রেস দলের ইন্ডিয়ান ওভারসিজ চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও মনমোহন সিংয়ের উপদেষ্টা স্যাম পিত্রোদা বলেছেন, ‘বাংলাদেশ, পাকিস্তান বা নেপালকে নিজ ঘরের মতোই অনুভব করি। যখনই এই দেশগুলো সফর করেছি তখনই এটা মনে হয়েছে। তাই দেশগুলোতে সহিংসতা ও সন্ত্রাসবাদের সমস্যা থাকা সত্ত্বেও ভারতকে তাদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ রক্ষা করতে হবে।’
তিনি গত শুক্রবার ভারতের বার্তা সংস্থা আইএএনএস-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমার অভিমত, ভারতের পররাষ্ট্রনীতিতে প্রথমে আমাদের প্রতিবেশীদের ওপর নজর দেওয়া উচিত। প্রতিবেশী দেশগুলো হয়তো খুবই ছোট, কিন্তু সবাই আমাদের সহায়তা করেছে। তারা সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই তাদের সঙ্গে লড়াই করার কোনো প্রয়োজন নেই। আমাদের অবশ্যই তাদের নিয়ে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করা শিখতে হবে।’