ডিএনএর গঠন আবিষ্কারকারীদের একজন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন (৯৭) মারা গেছেন। বিবিসি লিখেছে, তিনি ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে ডিএনএর দ্বি-সর্পিল গঠন শনাক্ত করেন, যা আণবিক জীববিজ্ঞানে দ্রুত অগ্রগতির পথ প্রশস্ত করে। এ আবিষ্কারকে বিশ শতকের অন্যতম বড় বৈজ্ঞানিক সাফল্য হিসেবে বিবেচনা করা হয়। তবে জাতি ও লিঙ্গ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে তার সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের গড় আইকিউয়ের পার্থক্যের জন্য দায়ী জিন বা জেনেটিক উপাদান।
ওয়াটসনের মৃত্যুর কথা বিবিসিকে নিশ্চিত করেছে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি, যেখানে তিনি বহু দশক ধরে কাজ ও গবেষণা করেছেন।
ওয়াটসন ১৯৬২ সালে মরিস উইলকিনস ও ক্রিকের সঙ্গে ডিএনএর দ্বি-সর্পিল গঠন আড়িবষ্কারের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পান। -রয়টার্স